স্কোরকার্ডে দেখাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলআউট, অথচ আউট হয়েছেন নয় ব্যাটার। তাহলে কি তথ্যে ভুল? না, তথ্যে ভুল নয়। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নামেননি আফিফ হোসেন। জ্বরের কারণে মাঠ ছেড়েছেন খেলার মাঝপথেই। দলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
সমস্যাটা প্রথম ইনিংসেও ছিল; আফিফ জ্বর নিয়েই খেলেছেন, বল করেছেন। ফিল্ডিং করার সময় একবার মাঠ থেকে বেরও হয়েছিলেন, পরবর্তীতে একটু ভালো অনুভব করলে আবারও মাঠে ফিরে যান। কিন্তু ব্যাটিংয়ের সময়ে আর জ্বরের সাথে লড়াইটা করে যেতে পারেননি।
টিম ম্যানেজমেন্ট থেকে আরও জানানো হয়, সকালে কিছু না খাওয়ার কারণে গ্যাসের সমস্যা হচ্ছিল আফিফের, সাথে বমি বমি ভাব। এরপরেও তিনি মাঠে এসেছিলেন; কিন্তু ফিল্ডিংয়ের সময়ে নাক বন্ধ হয়ে আসতে শুরু করলে, বমি বমি ভাবটা বেড়ে গেলে তিনি ব্যাটিং পর্ব শেষ না করেই হোটেলে ফিরে যান।