২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

জ্বলে উঠলেন ইয়োভিচ, জিতলো রিয়াল

- Advertisement -

জিদানের আমলে অনেক সময় বেঞ্চেও থাকতেন না। অনেকে ভেবেছিলো ফ্রাঙ্কফুর্টে লোনে দেওয়ার পর তাকে আর ফেরানো হবে না। তবে লুকা ইয়োভিচ ফিরলেন এবং ফেরার পর থেকে প্রথমবার ভালো মত সুযোগ পেয়েই পারফর্ম করলেন। ইয়োভিচের গোল ও তার অ্যাসিস্ট থেকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সেভিয়ার মতো বড় প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থানটি আরো সুসংহত করলো রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৭ মিনিটেই চোট পেয়ে উঠে যান করিম বেনজেমা। তাঁর জায়গায় নামেন ইয়োভিচ। প্রথমার্ধ গোলশূন্য কাটলেও ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরা কয়েকবার গোলমুখ খোলার কাছাকাছি গিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ইয়োভিচের সাথে ডি বক্সে ওয়ান টু পাসে ফিনিশিং দিয়ে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। দশ মিনিট পর কর্নার থেকে হেড করে গোল করেন ইয়োভিচ।

৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সাথে ব্যবধান ৮।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img