ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২০২১-২২ মৌসুমের জন্য দল গোছানো শুরু করেছে, আগামি মৌসুমের জন্য জ্যাক গ্রেয়ালিশকে পেতে কোচ পেপ গার্দিওলা অ্যাস্টন ভিলাকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত। ইউয়েফা ইউরো ২০২০ শেষ হওয়ার পর গ্রেয়ালিশকে পেতে সিটি আনুষ্ঠানিক বিড করবে বলে গুঞ্জন রয়েছে।
EXCLUSIVE: Manchester City to CONFIRM record-breaking £100MILLION move for Jack Grealish after Euro 2020 https://t.co/BpXPbCt2rf
— MailOnline Sport (@MailSport) June 25, 2021
অ্যাস্টন ভিলার সবচেয়ে বড় তারকা জ্যাক গ্রেয়ালিশকে পেতে মরিয়া চেলসি ও ম্যানচেস্টার সিটি। গত ফুটবল মৌসুমের শেষ ৬ সপ্তাহে চেলসির কাছে ৩ বার হেরেছিল সিটি; তাই নতুন মৌসুমে চেলসিকে রুখতে উঠেপড়ে লেগেছে সিটিজেনরা। ২০২০-২১ ফুটবল মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করা মিডফিল্ডার জ্যাক গ্রেয়ালিশকে পেতে প্রিমিয়ার লিগের রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন ইউরো দিতেও রাজি আছে ম্যানচেস্টারের ক্লাবটি।
BREAKING: Man City are close to reaching an agreement with Aston Villa for Jack Grealish, sources have told ESPN.
They're ready to pay around £100 million for the midfielder, which would be a British transfer record if it goes through ?
Full story: https://t.co/mXpUPwaUqq pic.twitter.com/oYGJp2eL2F
— ESPN FC (@ESPNFC) June 25, 2021
টটেনহাম তারকা হ্যারি কেইন আগেই জানিয়েছিলেন নতুন মৌসুমে ক্লাব ছাড়বেন; কেইনের ট্রান্সফার গুঞ্জনে চেলসির নাম শোনা গেলে সেখানেও বাগড়া দিতে হাজির হন গার্দিওলা। সিটির অধরা স্বপ্ন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে একজন ফরোয়ার্ডের প্রয়োজনেই হ্যারি কেইনের প্রতি আগ্রহ দেখান পেপ; গুঞ্জন রয়েছে কেইনকে পেতে রিয়াদ মাহারেজ ও রহিম স্টার্লিংকেও ছাড়তে হতে পারে ক্লাব। বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবগুলোর মধ্যে একটা ম্যানচেস্টার সিটির সাথে ট্রান্সফার প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন জেনেই লিগ জেতার জন্য ভালো দল গড়তে আর্লিং হালান্ডে নজর চেলসি কোন টমাস টুখেলের। হালান্ডের বর্তমান দল বরুশিয়া ডর্ট্মুন্ডও চায়না হালান্ডকে ছাড়তে; সেক্ষেত্রে হালান্ডকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতেও বেশ কাঠখড় পোড়াতে হবে চেলসিকে।
Hakimi decided to sign with PSG. 5-years contract.
Haaland remains the Chelsea’s main goal this summer. #CFC @SkySport #Transfers pic.twitter.com/dTNgtfkCrC— Angelo Mangiante (@angelomangiante) June 23, 2021
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুর হবে অগাস্টের ২য় সপ্তাহ থেকে। তার প্রায় ছয় সপ্তাহ আগেই দলগুলোর মধ্যে ভালো খেলোয়াড় দলে ভেড়াতে ইঁদুড় দৌড় অনাগত উপভোগ্য একটি প্রিমিয়ার লিগেরই বার্তা দেয়।