১৩ অক্টোবর ২০২৪, রবিবার

জয়ের আরও কাছে ইংল্যান্ড

- Advertisement -

নিজেদের মাঠে শ্রীলংকার শুরুটা হয়েছিল বাজে, গলে প্রথম ইনিংসে স্বাগতিকরা অল আউট দেড়শোর আগে। জবাবে জো রুটের ডাবল সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ইংল্যান্ড তুলেছিল ৪২১। বড় লিডের বাড়তি চাপ না নিয়ে দ্বিতীয় ইনিংসে চান্দিমালের দল ফিরেছে দারুণভাবে, তবে তা হয়তো লড়াইয়ের জন্য যথেষ্ট নয়।

থিরিমান্নে আর কুশাল পেরেরার শতরান পেরুনো উদ্বোধনী জুটি, পেরেরা আগে ফিরলেও পরবর্তীতে থিরিমান্নে তুলে নিয়েছেন শতক।  দলের অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাথিউস খেলেছেন ৭১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা অল আউট হয়েছে ৩৫৯ রানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া ডমিনিক বেস দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট, জ্যাক লি’র শিকার ৫ উইকেট।

সফররতদের সামনে ৭৪ রানের টার্গেট। ছোট তবে সহজ নয়, সেটা ভালোভাবেই বুঝিয়েছেন স্বাগতিক বোলাররা। ১৪ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে বসেছিল ৩ উইকেট। পরবর্তীতে অবশ্য জনি বেয়ারস্টো আর লরেন্স কোনো বিপদ ছাড়াই শেষ করেছেন দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা (প্রথম ইনিংস): ১৩৫

শ্রীলংকা (দ্বিতীয় ইনিংস):  ৩৫৯ (১৩৬.৫ ওভার) (থিরিমান্নে ১১১, পেরেরা ৬২, ম্যাথিউস ৭১, জ্যাক লি ৪১.৫-৬-১২২-৫, ডমিনিক বেস ৩৩-৪-১০০-৩, স্যাম কারান ১১-১-৩৭-২)

ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৪২১

ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস) :  ৩৮-৩ (জ্যাক ক্রলি ৮, বেয়ারস্টো ১১*)

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৬ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img