যখন এসেছিলেন, তখন মাহমুদুল হাসান জয়ের রান ১৯। প্রথম বলেই নিল ওয়াগনারের বাউন্সার লাগলো পাঁজরে। এরপরের বলে একটুর জন্য স্লিপে ক্যাচ হতে হতে বাঁচলেন। তখন হয়তো অনেকেই ভেবেছিলো তিনি ক্ষণিকের অতিথি।
তবে শুরুর নড়বড়ে ভাবটা কাটিয়ে নাজমুল হোসেন শান্ত দেখালেন তাঁর ব্যাটিং সামর্থ্যের পুরোটা। মাহমুদুল হাসান জয় যেখানে পঞ্চাশ ছুঁতে স্ট্রাগল করছেন সেখানে দুর্দান্ত খেলে মাত্র ৮৯ বলে ফিফটি ছুঁয়ে ফেললেন শান্ত। রাচিন রবীন্দ্রকে বিশাল ছক্কা মেরে ৪৬ থেকে ৫২ তে গিয়েছেন। এর আগে টিম সাউদি, ট্রেন্ড বোল্ট, কাইল জেমিসনদের দৃষ্টিনন্দন সব ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১২৭/১। জয়ও ৪৯* রান করে ফিফটির কাছাকাছি আছেন!