১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

জয়ের দেখা পেল দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল

- Advertisement -

সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ। তামিম ইকবালের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে তিন উইকেটে হারিয়ে মুস্তাফিজুর রহমানের বিসিবি দক্ষিণাঞ্চল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাঈম ইসলাম। অপর ম্যাচে, মাহমুদুল্লাহ রিয়াদের বিসিবি উত্তরাঞ্চলকে ২৮ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ওয়ালটন মধ্যাঞ্চল; ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

টসে হেরে দীর্ঘ সাড়ে তিন পর পূর্বাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। তামিমের ধীরগতির ২৭ বলে ৯ রান এবং মোহাম্মদ আশরাফুল ৫৭ বলে ১৫ রানে আউট হলে অধিনায়ক ইমরুল কায়েসের ৯৭ বলে ৬৯ এবং ইরফান শুক্কুরের ৩৩ (৪৭) রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে পূর্বাঞ্চল তোলে ১৯২ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে মুস্তাফিজ, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম এবং মাহেদি হাসান প্রত্যেকেই পেয়েছেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকা দক্ষিণাঞ্চলকে একাই জিতিয়ে দেন ৫০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকা মাহেদি হাসান। ৪৫.৫ ওভারে ৭উইকেট হারিয়ে লক্ষ্যে ১৯৩ রানের পৌঁছে যায় দক্ষিণাঞ্চল।

অপর ম্যাচে, টসে হেরেও মোসাদ্দেক হোসেন সৈকত এবং আব্দুল মাজিদের অর্ধশতক এবং আল আমিন ৪৩ (৩২), সৌম্য সরকারের ৪০ (৬০) এবং সাকিবের ৩৩ (৩৬) রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে মধ্যাঞ্চল। জবাবে নাঈম ইসলামের ৯২ বলে ৭২ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ৫৯ বলে ৪৩ রানের ইনিংসও উত্তরাঞ্চলের হার এড়াতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাঁরা তুলতে পেরেছে মোটে ২৩৪ রান, হেরেছে ২৭ রানে। মধ্যাঞ্চলের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরী পেয়েছেন ৩টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img