আইলিগে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো জামাল ভুঁইয়ার কলকাতা মোহামেডান। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সুদেভা দিল্লি এফসিকে ১-০ গোলে হারায় তারা। সেই সঙ্গে আইলিগে বাংলাদেশ অধিনায়কের অভিষেকটাও হয়েছে রোমাঞ্চকর। ম্যাচে একমাত্র গোলটি করেন ফয়সাল আলী।
কোভিড-১৯ থেকে সেরা ওঠার পর ২৪ ডিসেম্বর কলকাতা যান জামাল। কোয়ারেন্টিন পর্ব শেষ করে এই মিডফিল্ডার প্রথম ম্যাচেই সুযোগ পান। অবশ্য ৮৭ মিনিট পর তাকে তুলে নেন কোচ।
বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বশেষ ২০১৪ সালে মামুনুল ইসলাম ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতায় সুযোগ পেয়েছিলেন। লম্বা বিরতির পর এবার জামাল খেলছেন প্রতিবেশি দেশটির ঘরোয়া প্রতিযোগিতায়।