১৩ অক্টোবর ২০২৪, রবিবার

জয়ে ফিরলো টটেনহ্যাম

- Advertisement -

‘দ্যা স্পেশাল ওয়ান’ মরিনহোর গত তিন গেইমউইক একদমই ভালো যাচ্ছিলো না। শেষ তিন ম্যাচ হেরে এসে টটেনহ্যাম আজ নিজেদের মাঠে পূর্ণ শক্তি নিয়েই নেমেছিলো। ইনজুরি কাটিয়ে ম্যাচে ফিরেছিলেন হ্যারি কেইন। আগের ম্যাচগুলোতে দলে পরিবর্তন এনেছিলেন মরিনহো, তবে তা কাজে না লাগায় ফের পরিবর্তন! 

স্পার্সের আক্রমণ ভাগকে শুরু থেকেই থামানোর প্রচেষ্টা চালায় ওয়েস্ট ব্রমের ডিফেন্স। প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করে টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে নেমে হ্যারি কেইন গোলের দেখা পান। তার ডান পায়ের কোণাকুণি শট করা বল জাল খুজে নেয় ৫৪ মিনিটেই। এর তিন মিনিটের মাথায় ওয়েস্ট ব্রমের ফ্রি কিক ক্লিয়ার করে বল পেয়ে যান মিডফিল্ডার লুকাস। বলটাকে কাটিয়ে দারুণভাবে ডি বক্সে থাকা সনকে পাস দেন। এরপর সহজভাবেই সন বল পাঠান জালে। ২-০ তে ম্যাচ জিতে নেয় স্পার্স।

২২ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে উঠে এলো টটেনহ্যাম। ওয়েস্ট ব্রম টেবিলের তলানিতেই থেকে গেলো ২৩ ম্যাচে ১৫ হার নিয়ে। তাদের পয়েন্ট মাত্র ১২।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img