৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

জয়ে শুরু মুশফিকদের; বৃষ্টি বাঁধায় বিফলে ‘জয়ের’ ইনিংস

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টি সংস্করনের উদ্বোধনী দিনের প্রথম ভাগে ছিল বৃষ্টি । মিরপুরে ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের ৭৮ রানের ইনিংস বিফলে গেছে বৃষ্টির হানায়। পরিত্যাক্ত হয়েছে বিকেএসপির চার নম্বর  মাঠে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ ।

মিরপুরে সোমবার ম্যাচ শুরু হয় নির্ধারিত সময় সকাল ৯টায়,  টস হেরে ব্যা্টিংয়ে নামে পারটেক্স। তাসামুল হকের অপরাজিত ৬৫ রানের ইনিংসের পরও পারটেক্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে তুলতে পারে সর্বসাকুল্যে  ১২০ রান। আবাহনীর হয়ে তাইজুল ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় নেন ২ উইকেট।

ম্যান অব দ্য ম্যাচের বাজার বসিয়েছেন মুশফিক. ছবিঃ ইন্টারনেট
ম্যান অব দ্য ম্যাচের বাজার বসিয়েছেন মুশফিক. ছবিঃ ইন্টারনেট

বৃষ্টি আইনে  আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০। মুশফিকের দৃড়তায় ৪ বল বাকি রেখেই জয় পায় আবাহনী। তিনে নামা অধিনায়ক মুশফিকুর রহিম ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ। কব্জির চোটে একাদশে ছিলেন না লিটন দাস।

বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার রানের পাহাড় গড়ে  ওল্ড ডিওএইচএস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭১ রান। এরপর আর খেলা হয়নি।  ফিফটির দেখা পান ২০ বছর বয়সী মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি অর্ধশতকের দেখা পাওয়া জয়  খেলেন ৫৫ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস।

বিকেএসপিতে অন্য ম্যাচেও ছিল বৃষ্টি বাঁধা।  ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম দোলেশ্বরের ম্যাচও হয়েছে পরিত্যাক্ত টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৭ রান করে ব্রাদার্স ইউনিয়ন। ১৮.২ ওভারের সময়  বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। প্রাইম দোলেশ্বরের হয়ে ২ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img