আভিশকা ফার্নান্দোর সেঞ্চুরির কল্যাণে কলম্বোতে বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আভিশকা ফার্নান্দো ও মিনোদ ভানুকার ওপেনিং জুটিতেই আসে ৫৭ রান। ১২তম ওভারে পার্টটাইমার এইডেন মার্করামকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ভানুকা। পরের ওভারেই ওয়ান ডাউনে নামা ভানুকা রাজাপাকসেকে শূন্য রানে ফেরান প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে বিপর্যয় সামাল দেন আভিশকা। বৃষ্টি বাধায় প্রায় আধঘন্টা বিরতি আসে খেলায়।
After 22 overs SL on 105/2, What target will they set for South Africa?
Watch LIVE: https://t.co/aP2Xuha2Ch
Ball by Ball ?- https://t.co/YBnLyc3tyA#SLvSA pic.twitter.com/MIBwZ2E6A9— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 2, 2021
গোটা ইনিংসে সাউথ আফ্রিকার ফিল্ডিং দূর্বলতা ছিল চোখে পড়ার মত। ৩০ ও ৩৩ রানে দুইবার বেঁচে যান ধনাঞ্জয়া, এরপরও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ৪৪ করে আউট হন তিনি। আভিশকা ফার্নান্দো তখন অপরাজিত ৫৮ রানে। ইনিংস বড় করতে প্রয়োজন ছিল যোগ্য সঙ্গীর; সেটিই হয়ে আসেন চারিথ আসালঙ্কা। নির্ভরযোগ্য সঙ্গী পেয়ে হাত খোলেন আভিশকাও। ৪১তম ওভারে নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিটি পেয়ে যান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। আউট হবার আগে ১১৫ বলে ১১৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি; যাতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। চারিথ আসালাঙ্কা খেলেন ৬২ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস; ৬টি চারের পাশাপাশি তাতে ছিল একটি বিশাল ছক্কা। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৯ উইকেটে ঠিক ৩০০ রানে। প্রোটিয়াদের হয়ে কেশভ মহারাজ মাত্র ৩০ রানে ২ উইকেট নিয়েছেন।
Superb knock from Avishka Fernando! ?
118 off 115 balls
10 Fours | 2 SixesWatch LIVE: https://t.co/aP2Xuha2Ch
Ball by Ball ?- https://t.co/YBnLyc3tyA#SLvSA pic.twitter.com/enujI02Eji— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 2, 2021
৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে টেম্বা বাভুমার দল; আরেক ওপেনার জানেমান মালান আগেভাগে ফিরে গেলেও ২য় উইকেট জুটিতে অধিনায়ক বাভুমার সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন মার্করাম। ২৬তম ওভারে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান বাভুমা। আঙ্গুল ফেটে রক্তও ঝড়ছিল তাঁর। এরপরও খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু বেশিক্ষণ ব্যথা সহ্য করতে পারেননি। ২৮তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান বাভুমা; ৯৬ রানে আউট হয়ে যান মার্করামও। এরপরও মিডল অর্ডার ব্যাটসম্যান ফন ডার ডুসেনের ব্যাটে ভর করে সাউথ আফ্রিকা দেখছিল জয়ের আশা।
A hard fought encounter in the first ODI sees Sri Lanka take the victory.#SLvSA #ThatsOurGame pic.twitter.com/QKyQzF4C7f
— Cricket South Africa (@OfficialCSA) September 2, 2021
শেষ ১০ ওভারে জয়ের জন্য সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৯১ রান। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিলা ধনঞ্জয়ার স্পিন জুটিতে সেটি ক্রমেই দুরূহ হয়ে উঠতে থাকে। ৫৯ রান করা ডুসেনকে আউট করে প্রোটিয়াদের জয়ের আশা একপ্রকার শেষ করে দেন ধনঞ্জয়া; ২৮৬ তে শেষ হয় সাউথ আফ্রিকার ইনিংস।
এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেল শ্রীলঙ্কা। উঠে এল পয়েন্ট তালিকার ৮ম স্থানে। অপরদিকে সাউথ আফ্রিকা নেমে গেছে ১১ তে। সিরিজের ২য় ওয়ানডে ৪ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে।