ইংলিশ ক্লাব টটেনহ্যামের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন নুনো সান্তোস। চলতি বছরের মে মাসে উলভসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দুই বছরের জন্য টটেনহ্যামের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ ম্যানেজার।
এপ্রিলে জোসে মরিনিয়োকে বহিস্কারের পর সাময়িকভাবে টটেনহ্যামের দায়িত্বে ছিলেন রায়ান ম্যাসন। এরপর স্পার্স ম্যানেজমেন্ট আন্তোনিও কন্তে, জেনারো গাত্তুসোসহ বেশ কয়েকজন কোচের সাথে আলোচনা করে। কিন্তু সবশেষ মরিনিয়োর জায়গায় আর এক পর্তুগিজের হাতেই টটেনহ্যামের দায়িত্ব তুলে দেয় স্পার্স।
Official: Tottenham appoint Nuno Espírito Santo as their new head coach on a contract until 2023. pic.twitter.com/lg4ekL1pMY
— ESPN FC (@ESPNFC) June 30, 2021
টটেনহ্যামের দায়িত্ব নেয়ার পর সান্তোস বলেন “দলে বেশকিছু প্রতিভাবান ফুটবলার রয়েছে যাদের নিয়ে আমি সামনে এগুতে চাই। সময় নষ্ট না করে যতো দ্রুত কাজ শুরু করা যায় ততোই ভালো। টটেনহ্যাম সমর্থকরা যাতে তাদের দল নিয়ে গর্ব করতে পারে, আমি সে চেষ্টাই করবো”
কোচ নিয়োগের জন্য লম্বা সময় লাগায় যারা এতোদিন ধৈর্য ধরে ক্লাবের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানান ক্লাবের চেয়ারম্যান ডেনিয়েল লেভি।