১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টপলির বদলে ইংল্যান্ড দলে ব্রাইডন কার্স

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছিলেন রিস টপলি। আগেই জানা গিয়েছিল, এই চোটের কারণে বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি। তবে নতুন খবর হচ্ছে, টপলির বদলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ব্রাইডন কার্স। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কার্স ইংল্যান্ডের জার্সিতে এর আগে ১২টি ওয়ানডে খেলেছেন। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক হওয়া এ বোলার সবশেষ খেলেছেন এই বছরের সেপ্টম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। টপলির ইনজুরিতে কপাল খুলে গেল কার্সের।

বিশ্বকাপে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি জস বাটলারের দল। চার ম্যাচে তিনটিতেই হেরেছে তারা। তবে দল ভালো না করলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে আলো কেড়েছিলেন টপলি। তিন ম্যাচে সুযোগ পেয়ে ৮টি উইকেট শিকার করেছিলেন তিনি। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে চোট পাওয়ার আগে বেশ খরুচে ছিলেন টপলি। ৮.৫ ওভারে ৮৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন ইংলিশ পেসার। চোট পাওয়ায় সেদিন ব্যাটিংও করতে পারেননি তিনি। এবার তো পুরো বিশ্বকাপ শেষ হয়ে গেল টপলির।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img