১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টপ অর্ডারে ব্যাটিং করতে পারাটা আমার জন্য দারুণ এক সুযোগ: মিরাজ

- Advertisement -

আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে এই জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ব্যাটিং কিংবা উভয় ডিপার্টমেন্টেই দেখিয়েছেন মুন্সিয়ানা। যার সুবাদে হয়েছেন ম্যাচসেরাও। তবে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে মিরাজ জানিয়েছেন, বল হাতে নেয়ার আগে তিনি একটু নার্ভাস ছিলেন। তবে ক্যাপ্টেন সাকিব আল হাসান তাকে অনুপ্রেরণা দিয়েছে।

মিরাজ বলেন, “বোলিংয়ের সময় শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু অধিনায়ক (সাকিব) আমাকে ঠিক জায়গায় বল ফেলতে বলেছেন এবং ধারাবাহিক থাকতে পরামর্শ দিয়েছেন। এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তাই অধিনায়ককে কৃতিত্ব দিতে হবে” 

চলতি বছরের শুরুর দিকের সিরিজগুলোতেও মিডেল অর্ডারে ব্যাট করেছিলেন মিরাজ। কিন্তু এশিয়া কাপের পর থেকে বেশিরভাগ সময়ে তাকে টপ অর্ডারেই ব্যাট করতে দেখা গেছে। তবে মিরাজ জানিয়েছেন, টপ অর্ডারে ব্যাট করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

এই বিষয়ে তিনি বলেন, “আমি সব সময়ই ৮ নম্বরে ব্যাটিং করেছি। তাই টপ অর্ডারে ব্যাটিং করতে পারাটা আমার জন্য দারুণ এক সুযোগ। আমার মধ্যে সব সময়ই (ভালো করার ক্ষুধা ছিল। তাই এখানে পারফর্ম করাটা আমার জন্য ছিল অসাধারণ এক মুহূর্ত। ব্যাটিংয়ে আমি বল ধরে ধরে খেলেছি। উইকেট কিছুটা টার্নিং ছিল। কিন্তু আমি উইকেটে থাকতে চেয়েছি” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img