বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ। এমন ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে ফিরেছেন শেখ মাহেদী হাসান। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। তবে থ্রি লায়ন্সদের বিপক্ষে এক্সট্রা বোলিং অপশন নিয়েই নামছে সাকিবের দল। স্পিন আক্রমণে অধিনায়কের সাথে মেহেদী হাসান মিরাজ ও শেখ মাহেদী থাকছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সাথে দুই বাঁহাাতি পেসার শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে লিটন কুমার দাশ-তানজিদ হাসান তামিমেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।