নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে কখনোই ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। দুই দলের ১৬ বারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তবে এবার, ইতিহাস বদলাতে চান নাজমুল হোসেন শান্ত। সেই লক্ষ্যে প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করবে বাংলাদেশ।
কিউইদের বিপক্ষে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামছে টাইগাররা। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের সার্ভিস পাবে না সফরকারীরা। তবে যে দলটা নিউজিল্যান্ডে গেছে সেই দল নিয়ে আত্ববিশ্বাসী শান্ত। অন্যদিকে কেইন উইলিয়ামসনের মতো তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ:
এনামূল হক বিজয়, লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।