২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

টসে জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের রাজস্থান

- Advertisement -

আবুধাবিতে আইপিএলের ৩৬তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস। দিল্লীর বিপক্ষে ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের সেরা চারে প্রবেশ করবে ফিজরা; অপরদিকে দিল্লীর সামনে চেন্নাইকে পেছনে ফেলে শীর্ষে পৌছানোর সুযোগ।

ত্যাগীর দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে জয় এসেছে রাজস্থানের

সানরাইজার্স হায়দাব্রাদের বিপক্ষে ম্যাচে ৮ উইকেটে জিতেছে রিশভ পান্থের দল; আনরিক নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ের পর শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে কখনোই আইপিএলের শিরোপা জিততে না পারা দিল্লী। অপরদিকে, পাঞ্জাব কিংসের বিপক্ষে নজরকাড়া বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান এবং কার্তিক ত্যাগী। শেষ দুই ওভারে আট রান নিতে দেয়নি নিকোলাশ পুরান-ফ্যাবিয়েন অ্যালেনদের। জয় এসেছে দুই রানের।

গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরাস্ত করছেন নরকিয়া

রাজস্থান রয়েলস দল:

যশস্বী জয়সওয়াল, সানজু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মহিপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিশ মরিস, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী, মুস্তাফিজুর রহমান, তাবারিজ শামসি।

দিল্লী ক্যাপিটালস দল:

পৃথ্বি শ্ব,শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্থ (অধিনায়ক), লালিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, আবেশ খান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img