বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এইডেন মার্করামের দলের বিপক্ষে ম্যাচে পেসার ক্রিস ওকসের বদলে একাদশে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন। এছাড়াও বেন স্টোকস ও ডেভিড উইলি ফিরেছেন।
বিশ্বকাপে দুই দলেই দিয়েছে অঘটনের জন্ম। আফগানিস্তানের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে নেদারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে কুইটন্টন ডি কক-এইডেন মার্করামরা। ইংল্যান্ডের বিপক্ষে টেম্বা বাভুমাকে ছাড়াই খেলবে সাউথ আফ্রিকা।
ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, জস বাটলার, বেন স্টোকস, হ্যারি ব্রুক, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড ও রিস টপলি।
সাউথ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, ডেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।