ওয়ানডের পালা শেষ, লড়াইটা এবার টি-টোয়েন্টিতে। তৃতীয় ওয়ানডেতে যেই ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। ২০ ওভার ফরম্যাটে তাসমান সাগরের পাড়ের দেশটিকে তাদের মাটিতে প্রথমবার হারানোর লক্ষ্যে আগে বোলিং করবে টাইগাররা।
সবশেষ ওয়ানডে সিরিজে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই ফরম্যাটে সুযোগ পেলেন সৌম্য। ওয়ানডের পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জুনিয়র সাকিবের।
টি-টোয়েন্টিতে কিউইদের মাটিতে তাদের কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। দুই দলের ৯ বারের দেখায় প্রতিবারই হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তবে সেই ইতিহাস বদলাতে চান বাংলাদেশের খেলোয়াড়েরা।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।