বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে নিশ্চিত করেই জয় দিয়ে শুরু করতে চাইবে দুই দল। শক্তিমত্তায় পিঁছিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না আইরিশরা। সেটি ভালো করেই জানেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এসব মাথায় রেখেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতের একাদশে জায়গা হয়নি বাঁহাতি তরুণ ওপেনার জয়স্বী জসওয়ালের।
রোহিত আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি। কারণটা পরিষ্কার, যতটা সম্ভব পল স্টার্লিংয়ের কম রানে আটকে দেওয়া।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। যেটিতে বড় ব্যবধানে জিতেছে তারা। টাইগারদের বিপক্ষে ম্যাচে খেলেননি বিরাট কোহলি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে অনুমিতভাবেই আছেন ডানহাতি এ ব্যাটার।
ভারতের একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্ত, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আশ্বদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।