১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

টসে জিতে বোলিংয়ে ভারত

- Advertisement -

বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত দল ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই খেলেছে চারটি করে ম্যাচ, পয়েন্ট তালিকায় কিউইদের পরেই রোহিত শর্মার দল। টুর্নামেন্টের পঞ্চম জয়ের লক্ষ্যে টম ল্যাথাম-ডেভন কনওয়েদের বিপক্ষে মাঠে নামছে ভারত। এমনই এক ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। বাংলাদেশের সাথে ম্যাচে বল করার সময় চোটে পড়েন তিনি। তার বদলে একাদশে ফিরেছেন সূর্য কুমার যাদব। এছাড়াও শার্দূল ঠাকুরের পরিবর্তে এই বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি।

অন্যদিকে এই ম্যাচেও কেইন উইলিয়ামসনের সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড। শুবমান গিল-বিরাট কোহলিরদের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ:

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img