প্রথম দুই ম্যাচেই জয়, এরচেয়ে সুন্দরভাবে বিশ্বকাপের শুরু হতে পারে? অবশ্যই না। তারপরেও খুব একটা স্বস্তি নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে পারছে না সাউথ আফ্রিকা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচদের কাছে হারের স্মৃতি তো এখনো তরতাজা। যদিও ওয়ানডে ফরম্যাটে কখনো প্রোটিয়াদের হারাতে পারেনি নেদারল্যান্ডস। বিশ্বকাপের ম্যাচ, এখানে যেকোনো মুহুর্তে ঘটে যেতে পারে অনেক কিছু। এমনই এক ম্যাচে ডাচদের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
অস্ট্রলিয়ার বিপক্ষে খেলা একাদশ নিয়েই টানা তৃতীয় জয়ের খোঁজে মাঠে নামছে কুইন্টন ডি কক-এইডেন মার্করামরা।
প্রথম দুই ম্যাচে হেরেছে নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি তারা। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যেই মাঠে নামছে ডাচরা।
সাউথ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদ ও লুঙ্গি এনগিডি।
নেদারল্যান্ডস একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, লোগান ফন বেক, আরিয়ান দত্ত ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট।