১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

- Advertisement -

বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরুটা করেছিল পাকিস্তান। তবে এরপরই বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা দেখেছে মুদ্রার উল্টো পিঠ। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। স্বাভাবিকভাবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চাপে আছে পাকিস্তান। এমনই এক ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বাবর।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজের বদলে ফিরেছেন শাদাব খান।

অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। যদিও টুর্নামেন্টের সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি হাশমতউল্লাহ শহিদির দল। তবে পাকিস্তানের বিপক্ষে জিততে মরিয়া রহমানুল্লাহ গুরবাজ-রহমত শাহরা। বাবরদের বিপক্ষে মাঠে একাদশে এক পরিবর্তন এনেছে আফগানিস্তান। ফজল হক ফারুকির বদলে সুযোগ পেয়েছেন স্পিনার নুর আহমেদ।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

আফগানিস্তান একাদশ:

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও নুর আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img