অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ম্যথু ওয়েড।
Australia win the toss and will bat first against Bangladesh ?
Both teams are unchanged. Who will win? ?https://t.co/9zE9R4YeIW #BANvAUS pic.twitter.com/qd3YkrIq3D
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 4, 2021
টস হারের বৃত্ত থেকে যেনো বেরই হতে পারছেনা বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে টস হারার পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও টস হারলেন রিয়াদ। প্রথম ম্যাচে টস হেরে পছন্দের ব্যাটিং পেলেও এদিন আর আগে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশের।
এই ম্যাচে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। প্রথম ম্যাচে টার্গেটে ব্যাট করে বিশেষ সুবিধা করতে না পারায় এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি। এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ সিরিজে সমতা ফেরার আর বাংলাদেশের সামনে সুযোগ ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার।