২৩ অক্টোবর ২০২৪, বুধবার

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে বিজয়

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার মিশনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে এসেছে তিন পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়া লিটন দাশের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। আগের দুই ম্যাচে ভালো না খেলায় তাইজুল ইসলামের বদলে একাদশে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন।

তৃতীয় ম্যাচের আগে লিটনের জায়গায় স্কোয়াডে ডাক পেলেও ওয়ানডে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে জাকের আলী অনিকের জন্য। অপরদিকে, শুরু থেকেই স্কোয়াডে থাকলেও এ ম্যাচেও সুযোগ পাননি তানজিদ হাসান তামিম। সাকিবের জায়গায় দলে ডাক পাওয়া আরেক পেসার হাসান মাহমুদকেও ডাগ আউটেই বসে থাকতে হচ্ছে। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দুই দল। প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতে নেয় লঙ্কানরা।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img