বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে এক পরিবর্তন এনেছে রোহিত শর্মার দল। রবীচন্দ্রন অশ্বিনের পরিবর্তে ফিরেছেন শার্দুল ঠাকুর।
অসুস্থততার কারণে একাদশে নেই শুবমান গিল। দুই স্পিনার ও চার পেসারের উপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্পিনে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদব। পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহর সাথে মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে নেমে রান না পেলেও ঈশান কিষাণের উপর ভরসা রেখেছে ভারত।
অন্যদিকে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন আনেনি।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ:
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবুর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।