বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করবে ভারত। অসুস্থতার কারণে স্বাগতিকদের একাদশে নেই শুবমান গিল।
টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও প্রথম তিনদিন ছিল না ভারতের কোনো ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তিন স্পিনার ও তিন পেসারকে নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল। জায়গা পেয়েছেন কুলদ্বীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর সাথে পেস আক্রমণে আছেন হার্দিক পান্ডিয়া।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার একাদশে নেই মার্কাস স্টয়ানিস। রোহিতের দলের বিপক্ষে চার পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে প্যাট কামিন্সের দল।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।