১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

টসে হেরে বোলিংয়ে অস্ট্রেলিয়া

- Advertisement -

বিশ্বাকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম দুই ম্যাচে হেরে কিছুটা চাপে আছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে প্রয়োজন একটি জয়। সেই জয়ের খোঁজে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে বোলিং করবে প্যাট কামিন্সের দল।

প্রথম দুই ম্যাচেই ব্যাটিংটা ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। দুই ম্যাচেই দুইশোর আগে অলআউট হয়েছে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে অজিরা।

অন্যদিকে প্রথম দুই ম্যাচের দুটিতে হেরেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দাসুন শানাকা। তার বদলে একাদশে ফিরেছেন চামিকা করুণারত্নে। এছাড়াও মাথিশা পাথিরানার বদলে ফিরেছেন লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ:

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, মার্কাস স্টয়ানিস, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, চামিকা করুণারত্নে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img