১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

- Advertisement -

ভারত-পাকিস্তান ম্যাচ, খেলা ছাপিয়ে যার উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে সমর্থকরা। সেই লড়াই যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে তো আর কথাই নেই। এমনই এক ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

দুই দলই রয়েছে নিজেদের সেরা ছন্দে। বিশ্বকাপে সমান দুটি করে ম্যাচে জয় পেয়েছে উভয় দল। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে ভারত। ঈশান কিষাণের পরিবর্তে ফিরেছেন শুবমান গিল। অন্যদিকে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img