বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। পুরো টুর্নামেন্টে ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য জেতাটা সহজ হবে না। তারপরও অজিদের হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ম্যাচ। এমন লক্ষ্য মাথায় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।
শেষ ম্যাচের আগে দলের সাথে এনামুল হক বিজয় যোগ দিলেও একাদশে জায়গা পাননি তিনি। টুর্নামেন্টে প্রথমবারের মতো তিন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে সুযোগ পেয়েছেন শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ। এছাড়াও এক ম্যাচ পর ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে দেশে চলে আসায় নেই সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।