এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। ফাইনালের রেস থেকে আগেই ছিটকে গেছে টাইগাররা। অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এছাড়াও একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। অন্যদিকে আগের ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন এনেছে ভারত।
ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। পরাজয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ জয় দিয়ে শেষ করতে চায়। তাই রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না সাকিবরা।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাশ, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।