২৭ জুলাই ২০২৪, শনিবার

টস জিতে বোলিংয়ে পাকিস্তান, একাদশে ইমাদ

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করতে পারেনি পাকিস্তান। অপ্রত্যাশিতভাবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ। হারলেই গতবারের ফাইনালিস্টদের সম্ভাবনা রয়েছে ছিটকে যাওয়ার। এমন সমীকরণ মাথায় রেখে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর।

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টের শুরু করেছে রোহিত শর্মার দল। আয়ারল্যান্ডকে নিজেদের প্রথম ম্যাচে কোন সুযোগই দেননি জাসপ্রিত বুমরাহ-আর্শদ্বীপ সিংরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও জিততে মুখিয়ে আছেন বিরাট কোহলিরা। শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের বিপক্ষে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।

পাকিস্তানের একাদশে এসেছে এক পরিবর্তন। চোট কাটিয়ে উইকেট কিপার ব্যাটার আজম খানের পরিবর্তে  একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম। ভারতের বিপক্ষে চার পেসার নিয়েই মাঠে নামছে বাবরের দল।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ আমির।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img