২ ডিসেম্বর ২০২৪, সোমবার

টস হেরে খুশি তামিম!

- Advertisement -

হারারের দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্র্যান্ডন টেইলর। প্রথমদিন টসে জিতে আগে  ফিল্ডিং করার সিদ্ধান্তে ভরাডুবির পর এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোডেশিয়ান দলপতি।

দ্বিতীয় ওয়ানডের টসে দুইদলই খুশি মনে ড্রেসিংরুমে ফিরেছে, টেইলর টস জিতে পছন্দের ব্যাটিং নিয়েছেন আর বাংলাদেশ ক্যাপ্টেন বলেছেন টস হেরে খুশি তিনি, আগে বোলিং করতেই সন্তুষ্টি বাংলাদেশের। একাদশ নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো রিস্ক নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে পাওয়া হাতের চোট কাটিয়ে খেলবেন লিটন দাশও।

ছবিঃ টুইটার
ছবিঃ টুইটার

সিরিজের প্রথম ম্যাচ হেরে কোণঠাসা জিম্বাবুয়ে এদিন সিরিজ বাঁচানোর মিশনে অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলে ফিরিয়েছে, বোন ম্যারুর ইনফেকশন থেকে ফিরে এটাই রাজার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সিরিজ বাঁচাতে জিম্বাবুয়ে টপ অর্ডারকে একটা ভালো শুরু দিতে হবে এদিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img