বিশ্বকাপ শেষে বাংলাদেশের সাথে সম্পর্কের ইতি টেনেছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তবে নতুন কাজে নিজেকে জড়াতে খুব বেশি সময় নিলেন না টাইগারদের সাবেক বোলিং কোচ। এবার তিনি বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে জুটি বেধেছেন।
সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন সাদা বিদ্যুৎ হিসেবে পরিচিত সাবেক এই প্রোটিয়া পেসার। ডোনাল্ডের বোলিং কোচ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে দলটি। সেখানে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
লায়ন্স নিজেদের কোচিং স্টাফে হাশিম আমলাকেও যুক্ত করেছে। প্রোটিয়া এ সাবেক ওপেনার দলটির ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন। এর আগে এই পদে ছিলেন জেপি ডুমিনি। যিনি এখন দক্ষিণ আফ্রিকারই ব্যাটিং কোচ পদে নিয়োগ পেয়েছেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। যদিও বিশ্বকাপে পুরো দলের মতো পেসাররাও খুব ভালো কিছু করতে পারেননি।