১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

টাইগারদের দল ঘোষণাঃ একঝাঁক নবীনদের পাশাপাশি ‘চমক’ আকবর আলী!

- Advertisement -

দল ঘোষণা নিয়ে জল্পনা-কল্পনা আগে থেকেই ছিলো। দলে অনেক নতুন মুখের সংযোজন হবে, পুরনো অনেকে বাদ যাবেন, সব মিলিয়ে উত্তেজনা ছিল চরমে। বেশকিছু নাম আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো। তবে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দিলেন এমন এক খবর যা মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সবার কাছে এলো একেবারেই বিদ্যুচ্চমকের মত! প্রত্যাশিত নতুনদের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী!

আকবরের ঘটনাটি একেবারেই চমক হিসেবে এসেছে কারণ কিছুদিন ধরে চলে আসা ক্যাম্পেই ছিলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। মূলতঃ মুশফিকুর রহিম না থাকায় নুরুল হাসান সোহানের ‘ব্যাকআপ’ উইকেটকিপার হিসেবেই হয়তো শেষমূহুর্তে সংযোজিত হয়েছেন আকবর।

১৬ জনের এই স্কোয়াডে আকবর ছাড়াও রয়েছে আরো দুজন একেবারেই নতুন মুখ ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও পেসার শহীদুল ইসলাম। এছাড়াও কখনো জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি না খেলা তবে টেস্ট দলের নিয়মিত মুখ সাইফ হাসানকে ওপেনিং ব্যাটসম্যান বিবেচনায় দলে নেওয়া হয়েছে! তবে পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয় অনুশীলন ক্যাম্পে থেকেও পাননি ডাক।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদই থাকছেন, তবে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের কেউই। সাকিব-তামিম ইনজুরির কারণে ও মুশফিককে দেওয়া হয়েছে ‘বিশ্রাম’।

বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল শান্ত, শামিম পাটোয়ারি, মাহেদি হাসান, ইয়াসির আলী রাব্বি, শহীদুল ইসলাম, আফিফ হোসেন, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,  শরীফুল ইসলাম, আকবর আলী, নুরুল হাসান সোহান!

দল নিয়ে থাকতে পারে অনেক আলোচনা সমালোচনা বা বিতর্কের জায়গা। তবে সাকিব, তামিম, মুশফিক- তিনজন সিনিয়রকে বাদ দিয়ে গড়া এই দল যে বাংলাদেশের নতুন দিনের গানই শোনাচ্ছে তা নিঃসন্দেহে!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img