ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। আগের চক্রগুলোতে দল হিসেবে টাইগাররা ভালো করতে না পারলেও এবার ভালো করার জন্য মুখিয়ে আছে ক্রিকেটাররা। সেজন্য ঘরের মাঠে টেস্ট গুলো জেতার পাশাপাশি বিদেশের মাটিতেও করতে হবে প্রতিদ্বন্দ্বিতা। এমনটাই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ঘরের মাঠের টেস্টগুলো জেতা এবং দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করা”
কিউইদের বিপক্ষে এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড দুইজন জেনুইন পেসার নিয়ে মাঠে নেমেছিল। প্রতিপক্ষের কন্ডিশন এবং দূর্বলতা বুঝেই কম্বিনেশন ঠিক করার কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ। বাংলাদেশের স্কোয়াডে যেভাবে খুশি সেভাবেই কম্বিনেশন দাঁড় করানোর মতো প্লেয়ার আছে বলে মনে করেন হাথুরুসিংহে।

তিনি বলেন, “আপনাকে কন্ডিশন এবং প্রতিপক্ষের দুর্বলতা বুঝেই কম্বিনেশন ঠিক করতে হবে। আমাদের প্লাস পয়েন্ট, আমরা যেভাবে চাই এখন সেভাবেই কম্বিনেশন দাঁড়া করাতে পারি”
আগামীকাল (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।