বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চারটিতে হেরেছে পাকিস্তান। বাবর আজমদের চেয়ে আরও বেশি খারাপ অবস্থা বাংলাদেশের। সাকিব আল হাসান-লিটন কুমার দাশদের সমীহ করছেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তবে টাইগারদের হারানোর ব্যাপারে আশাবাদী তিনি।
ব্র্যাডবার্ন বলেন, “টুর্নামেন্টের অন্যতম কোয়ালিটি দল বাংলাদেশ। জয়ের জন্য যেকোনো দলের বিপক্ষেই ভালো খেলতে হবে। বাংলাদেশকে যথেষ্ট সম্মান করি, তাদের কিছু ভালো মানের ক্রিকেটার আছে। আমরা তাদের শক্তি, দূর্বলতা সম্পর্ক্যে জানি। বাংলাদেশের জন্য প্রস্তুত আছি”
হারিস রউফ-শাহিন শাহ আফ্রিদিরা নিজেদের সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে। সেই ম্যাচে আম্পায়ার্স কলের কারণে এলবিডব্লিউ এর হাত থেকে বেঁচে যান কেশব মহারাজ। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
সোমবার পাকিস্তান কোচকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আম্পায়াররা খেলাটাকে নিয়ন্ত্রণ করে। দূর্ভাগ্যবশত কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এটা খেলারই অংশ। আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই বিষয়ে চিন্তিত নই, আমরা সামনের ম্যাচের দিকে তাকাচ্ছি”
টুর্নামেন্টের সুপার ফোরে খেলার এখনো সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। তবে এখানেও রয়েছে যদি কিন্তুর হিসাব। নিজেদের শেষ তিন ম্যাচ তো জিততেই হবে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।