১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

টাইগার পেসারদের দাপটে একশোর আগেই অলআউট নিউজিল্যান্ড

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। কিউইদের সবকটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তানজিম সাকিব-শরিফুল ইসলাম-সৌম্য সরকার-মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন উইল ইয়াং।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি সাকিব। শুরু থেকেই দারুণ লাইন লেংথে বোলিং করার পুরস্কার পেয়েছেন তিনি। তার মিডল ও অফ স্টাম্প লাইনের বলে স্কয়ারড-আপ হয়ে খোঁচা দিয়েছেন রবীন্দ্র। উইকেটের পেছনে বাকি কাজটুকু সেরেছেন মুশফিক।

দারুণ বোলিং করেছেন সাকিব

অষ্টম ওভারে এসে দ্বিতীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে ফিরে গেছেন নিকোলস। মিডঅফে ক্যাচ নিয়েছেন শান্ত।

এরপর শুরু শরিফুল শো। একে একে তিন কিউই ব্যাটারকে ফিরিয়েছেন বাঁহাতি এ পেসার। টম ল্যাথামকে বোল্ড করে শুরু এরপর একে প্যাভিলিয়নে পাঠিয়েছেন উইল ইয়াং ও মার্ক চ্যাপম্যানকে। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা। এরপর টম ব্লান্ডেলকে ফিরিয়েছেন সাকিব।

দুর্দান্ত ছিলেন শরিফুল

উইকেট উদযাপনে যোগ দেন সৌম্য সরকারও। পরপর তিন কিউই ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। সিরিজ শুরুর আগে তার কাছ থেকে অলরাউন্ড পারফর্ম্যান্স চেয়েছিলেন টাইগার অধিনায়ক শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলার পরের ম্যাচেই বল হাতেও ঝলক দেখালেন তিনি। ৬ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট শিকার করেন সৌম্য।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img