১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

টাইগার শিবিরে করোনার হানা, শঙ্কায় পুরো দল

- Advertisement -

বিশ্বকাপ থেকেই সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডে টাইগাররা উড়াল দিয়েছিল খারাপ সময়টাকে পেছনে ফেলে আসতেই। কিন্তু, সেখানেও খারাপ সময়কে সঙ্গী করেই এগোতে হচ্ছে টাইগারদের। করোনা পজিটিভ এসেছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের, শঙ্কা আছে আরও নয়জনকে নিয়ে।

অন্য সকলের  মতো রঙ্গনা হেরাথও ছিলেন কোয়ারেন্টিনে। প্রথম দুই দফায় করোনার রিপোর্টও এসেছিল নেগেটিভ, কিন্তু তৃতীয় দফা পরীক্ষায় আর উতড়াতে পারেননি হেরাথ। করোনা পজিটিভ আসার কারণে আইসোলেশনের সময়কাল বেড়েছে টাইগার স্পিন কোচের।

দলের সাথে রঙ্গনা হেরাথ

সেইসাথে, যেই ফ্লাইটে বাংলাদেশ দল নিউজিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটের একজন ছিলেন করোনা আক্রান্ত। তার সংস্পর্শে থাকা নয়জনের বাড়ানো হয়েছে আইসোলেশন। এদের মধ্যে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আব্দুর রাজ্জাকসহ আরও তিন সদস্য। এদের কেউই এই সময়ের মধ্যে জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন না।

বাকি প্রত্যেকেই প্রথমবারের মতো মঙ্গলবার জিমনেশিয়াম ব্যবহার করেছেন। বাকিরা কবে আইসোলেশন থেকে ফিরতে পারবেন সেটা এখনও অনিশ্চিত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img