২৩ অক্টোবর ২০২৪, বুধবার

টাইব্রেকারে জিতে শেষ আটে আতলেতিকো মাদ্রিদ

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগে গেলবারের ফাইনালিস্ট, এবারের আসরেও শেষ ষোলোর প্রথম লেগে জয়ের দেখা পেয়েছিল ইন্টার মিলার। তবুও শেষ রক্ষা হলো না! দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ইতালিয়ান ক্লাবটি। দুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করল স্প্যানিশ দলটি।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে মাঠে নামে দুই দল। নির্ধারিত সময়ে ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৩-২ গোলের জয় পায় আতলেতিকো।

ম্যাচের প্রথমার্ধ্বে খেলতে নেমে ৩৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যান ইন্টার মিলানের ফেদেরিকো দিমারকো। প্রথম লেগের ১ গোলের বদৌলতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। কিন্তু নিজেদের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আতলেতিকো। দুই মিনিট বাদেই স্বাগতিকদের হয়ে গোলের দেখা পান অঁতোয়ার গ্রিজমান। এরপর শেষ দিকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেন মেমফিস ডিপাই। এরপরও দুই দলের কেউই কাক্ষিত গোলের দেখা না পেলে পেনাল্টি শুটআউটে ভাগ্য পক্ষে যায় আতলেতিকো মাদ্রিদের।

টাইব্রেকারে ইন্টারের হয়ে শট মিস করেন মার্তিনেজ। অ্যালেক্সিস সানচেজ এবং ডেভি ক্লাসেনের শট আটকে দেন আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাক। অপরদিকে আতলেতিকোর প্রথম চার শটের তিনটিই জালে জড়ালে পঞ্চম শটের আগেই জয় নিশ্চিত হয় দিয়েগো সিমিওনের দলের।

রাতের আরেক ম্যাচে আইন্দহফেনের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ডর্টমুন্ড ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img