১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

‘টাইমড আউট’ নিয়ে আকরাম-মিসবাহদের সমালোচনা, মঈন খানকে পাশে পাচ্ছেন সাকিব

- Advertisement -

ক্রিকেটের নিয়মে মোট এগারোভাবে একজন ব্যাটারকে আউট করা যায়। তার একটি হলো ‘টাইমড আউট’, ক্রিকেটের ইতিহাসে এই আউট প্রথমবার দেখা গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। সাকিব আল হাসানের আবেদনে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তা নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা চলছে।

কেউ সাকিবের পক্ষে কথা বলছেন তো কেউ বিপক্ষে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, মিসবাহ উল হক, শোয়েব মালিক, আজহার আলী এটাকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী মনে করছেন। তবে মঈন খান সাকিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

পাকিস্তানের ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে সঞ্চালক সবার কাছে ‘টাইমড আউট’ নিয়ে মতামত জানতে চান। সেখানে মালিক বলেন, “প্রত্যেক অধিনায়কেরই নিজস্ব মত থাকতে পারে। যদি আমি অধিনায়ক হতাম, কখনোই আবেদন করতাম না” একই মত আকরামেরও, “আমার মাথায় এ ধরনের চিন্তা আসত না”

পাকিস্তানের আরেক ক্রিকেটার মিসবাহ মালিক-আকরামের সুরে সুর মিলিয়ে বলেন, “আমিও তাই মনে করি। যদি এমন হতো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে দেরি করছে, যেটার কারণে প্রতিপক্ষ দলের (বাংলাদেশের) কোনো ক্ষতি হচ্ছে, ম্যাচের ফলের ওপর প্রভাব পড়ছে অথবা আপনাকে জরিমানা করা হচ্ছে; তাহলে না হয় মানা যেত। কিন্তু এ ধরনের কোনো কিছুই হয়নি। আপনার উচিত ব্যাটসম্যানকে যথাযথ নিয়মে আউট করা। ১০ থেকে ১৫ সেকেন্ড কারও দেরি হতেই পারে। এই ঘটনার পর ক্রিকেটীয় চেতনা বলে কিছু থাকল?”

তবে তাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মঈন খান। তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত আসলে মাঠেই (তাৎক্ষণিকভাবে) নিতে হয়। আইন অনুযায়ী ওর (সাকিবের) সিদ্ধান্ত সঠিক। সেখানে যদি জয়-পরাজয়ের ব্যাপার থাকে, তাহলে এটা ভালো সিদ্ধান্ত। যেটা সে নিজেও বলেছে। ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও টাইমড আউটের আবেদন করতাম”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img