২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনদের পাশে পাডিকাল

- Advertisement -

ধারাবাহিকতা কাকে বলে? ভারতের তরুণ ক্রিকেটার দেবদত্ত পাডিকালের সাম্প্রতিক পারফর্মেন্সের দিকে তাকালে উত্তর পেয়ে যাবেন। ভারতে চলছে ‘বিজয় হাজারে’ ট্রফি, সেখানে টানা ৪ সেঞ্চুরি; ১৫২, ১২৬*, ১৪৫*, ১০১*। গড়ের হিসেব কষতে গেলে নিশ্চিতকরেই হিমড়ি খেয়ে পড়তে হবে।

শুধু এই ৪ ইনিংস না, আগের দুই ইনিংসেও পেয়েছেন ফিফটি, একটাতে তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। সেই সেঞ্চুরি মিসে যদি পাডিকাল আফসোস করে থাকেন তবে হয়তো নিশ্চিতভাবেই পরের ৪ ইনিংসে সাফল্যের উচ্ছ্বাস ছাড়িয়ে গেছে আগের সেঞ্চুরি মিসের আক্ষেপকে।

‘বিজয় হাজারে’ ট্রফির ২০০৮-০৯ মৌসুমে ৪ সেঞ্চুরি ছিল ভিরাট কোহলির নামের পাশে। তবে টানা চার না, পুরো মৌসুমে। সেই আসরে ভিরাট হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, ৫৩৪। এখন পর্যন্ত ৬ ইনিংসে পাডিকালের রান ৬৭৩।

‘লিস্ট এ’ ক্রিকেটে টানা ৪ সেঞ্চুরি আছেন পাডিকাল ছাড়া কেবল সাঙ্গাকারা এবং অ্যালভিরো পিটারসেনের। ২০১৫ বিশ্বকাপে টানা ৪ সেঞ্চুরি নিয়ে সাঙ্গাকারা গড়েছিলেন রেকর্ড। সাউথ আফ্রিকার মোমেন্টাম ওয়ানডে কাপের ২০১৫-১৬ মৌসুমে টানা ৪ সেঞ্চুরি করেছিলেন পিটারসেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img