অস্ট্রেলীয়ান ওপেন খেতাব জিতলেন শীর্ষবাছাই নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকা ফাইনালে হারালেন বিশ্বের চার নম্বর রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে।
রাফায়েল নাদালকে পরাস্ত করে আসা গ্রিসের স্তেফানো সিসিপাসকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেদভেদেভ। প্রথম অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। তবে অভিজ্ঞতায় মাত করলেন জকোভিচ, জিতলেন দাপট দেখিয়েই, প্রথম সেটটি কিছুটা ঘাম ঝরিয়ে জিতলেও পরের দুটি সেটে জয় এলো সহজেই। ক্যারিয়ারের ১৮ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের আরও কাছে চলে গেলেন জোকার । রাফা আর ফেদেরার ২০টি করে গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন। টানা তিনবার অস্ট্রেলীয় ওপেন জিতলেন নোভাক জকোভিচ ।
খেলার ফল: ৭-৫, ৬-২, ৬-২