২৩ এপ্রিল ২০২৫, বুধবার

টানা তিন জয়ে টি-টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের

- Advertisement -

চলমান আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে আন্তর্জাতিক টি২০ সিরিজের ৪র্থ টি২০ ম্যাচে জিম্বাবুয়েকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ের মাধ্যমে ৫ ম্যাচ টি২০ সিরিজটিও তারা জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতা মাত্র।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেভিন ও’ব্রায়েন, পল স্টার্লিং, অ্যান্ডি বলবার্নিদের ব্যাটে ভর করে ১৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক আয়ারল্যান্ড। পেস সহায়ক কন্ডিশনে জিম্বাবুয়ের পেসারদের সামনে প্রথম কয়েক ওভার অস্বস্তিতে ভুগলেও ধীরেধীরে স্বরূপে আবির্ভূত হয় ও’ব্রায়েন-স্টার্লিং ওপেনিং জুটি। তাঁদের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১০.১ ওভারেই আসে ৮৯ রান। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৭ করে আউট হন ও’ব্রায়েন। এরপর বলবার্নির সাথে জুটি বেঁধে রানের চাকা এগিয়ে নিতে থাকেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো স্টার্লিং। এই ম্যাচে অবশ্য ৩৩ বলে ৩৯ করেই সাজঘরে ফেরেন তিনি। বলবার্নি খেলেন ৪টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস।

একসময় মনে হচ্ছিল ২০০-র কাছাকাছি রান করে ফেলবে আইরিশরা। তবে ডেথ ওভারে জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেটে ১৭৪ এই থেমে যায় তাদের ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা নেন ২২ রানে ২ উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। নিজের করা প্রথম দুই ওভারেই জিম্বাবুয়ের তিন তিনজন ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা ও ডিওন মায়ার্সকে প্যাভিলিয়নে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন আইরিশ পেসার মার্ক অ্যাডের। ৮.৫ ওভারে মাত্র ৪৮ রান তুলতেই জিম্বাবুয়ে হারিয়ে বসে প্রথম ৫ উইকেট। অধিনায়ক ক্রেগ আরভিন দাঁতে দাঁত চেপে চেষ্টা করেছিলেন, তবে অপরপ্রান্তে আসা যাওয়ার মিছিলে তাঁর চেষ্টা ফলপ্রসূ হয়নি। ১০ম উইকেট জুটিতে লুক জঙওয়ে আর রিচার্ড এনগারাভার ২৪ রানের জুটি হারের ব্যবধানই শুধু কমিয়েছে। আয়ারল্যান্ডের পক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মার্ক অ্যাডের।

প্রথম টি২০ টি হারলেও টানা তিন জয়ে সিরিজ জিতে নিয়েছে আয়ারল্যান্ড। সিরিজের শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img