২০২১ সাল রুতুরাজ গায়কোয়াড়ের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়েই এসেছে যেন! আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা, বিজয় হাজারে ট্রফিতেও মহারাষ্ট্রর হয়ে ছড়াচ্ছেন আলো। টানা তিন ম্যাচে তুলে নিয়েছেন শতক, ধারাবাহিকভাবেই নিজের প্রতিভার জানান দিয়ে যাচ্ছেন নির্বাচকদের।
মধ্য প্রদেশকে দিয়ে শুরু, কেরালার বিপক্ষেও অব্যাহত রেখেছেন সেঞ্চুরির ধারাবাহিকতা। দুই ম্যাচের মাঝখানে ছত্তিশগড়ের বিপক্ষে করেছেন অপরাজিত ১৫৪ রান! ১৩৬, ১৫৪* এবং ১২৪, এ যেন কোনো রুপকথাই! সামনেই সাউথ আফ্রিকা সিরিজ, গায়কোয়াড় যে ডাক পাচ্ছেন দলে সেটা যে অনেকটাই নিশ্চিত তা অনুমান করাই যায়।
শনিবার কেরালার বিপক্ষে ২২ রানেই গায়কোয়াড়ের মহারাষ্ট্র হারিয়েছে ২ উইকেট। এরপর রাহল ত্রিপাঠিকে নিয়ে ১৯৫ রানের জুটি গড়েছেন চেন্নাই তারকা। ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি ত্রিপাঠি, কিন্তু গায়কোয়াড় ঠিকই তুলে নিয়েছেন শতক। আর, উইকেটের পেছন থেকে কেরালা অধিনায়ক সানজু স্যামসনের তা দেখা ছাড়া কোনো উপায়ই ছিল না। নির্ধারিত ৫০ ওভার শেষে মহারাষ্ট্রের সংগ্রহ ২৯১।