টানা দুই ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিফটি করলেন জো রুট। ২০১৯ সালে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৫৯ বলে ৫১ রানের ইনিংস। চার বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও পেলেন ফিফটির দেখা।
ডেভিড মালান ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরার পরে উইকেটে এসেছেন রুট। এরপর থেকেই সাবলীল ব্যাটিং করেছেন ডানহাতি এ ব্যাটার। বিশেষ করে নিউজিল্যান্ডের পেসারদের দারুণভাবে সামলেছেন তিনি। এরমধ্যে ট্রেন্ট বোল্ডকে যখন স্কুপ করে ছয় মারলেন, কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল, ইটস রুট স্কুপ। নিউজিল্যান্ডের স্পিনারদের বিপক্ষেও দারুণ ব্যাটিং করেছেন রুট।
উইকেটে আসার পর থেকে ছোট ছোট বেশ কয়েকটি জুটি গড়েছেন ডানহাতি এ ব্যাটার। জনি বেয়ারস্টোর সাথে ৩১ বলে ২৪, হ্যারি ব্রুককে নিয়ে ২৫ বলে ৩০, মঈন আলীর সাথে ২৬ বলে ২৪ রানের জুটি গড়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, অধিনায়ক জশ বাটলারকে সাথে নিয়ে গড়েছেন ৫০ বলে ৪৮ রানের জুটি। রুট অপরাজিত আছেন ৫০ রান করে, বাটলার ৩০ রানে ব্যাট করছেন।
নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।