ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুর্দান্ত মৌসুম শেষ করে অস্ট্রেলিয়ায় পা রাখে ভারত। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ছন্দ আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখতে পারেনি কোহলি-রাহুলরা। ফলাফল, টানা দুই ম্যাচ সিরিজ হার নিশ্চিত হলো সফররতদের।
সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই স্বাগতিকদের ব্যাটিংয়ের সামনে শামি-বুমরারা ছিলেন অসহায়। উদ্বোধনী জুটিতে ওয়ার্নার-ফিঞ্চ যোগ করেন ১৪২ রান।
অজিদের ইনিংসে ১ বল খেলা হেনরিকস ছাড়া বাকি সবাই পেয়েছেন অর্ধশতকের দেখা। স্টিভেন স্মিথ অর্ধশতকে নিয়ে গেছেন শতকে, তার এই সিরিজে টানা দ্বিতীয়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও শেষদিকে ঝড় তুলেছেন গ্লেইন ম্যাক্সওয়েল। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তাসমান পাড়ের দেশটা স্কোরবোর্ডে তুলেছে ৩৮৯ রান।
বড় রানের জবাবে ব্যাট করতে নেমে ভেঙ্গে পরেনি ভারত। কোহলির দল চেষ্টা করেছে তবে কাঙ্ক্ষিত জয় আসেনি। ব্যাট হাতে সামনে অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান লোকেশ রাহুলের (৭৬)।
সর্বসাকুল্যে ভারত তুলতে পেরেছে ৩৩৮ রান। অস্ট্রেলিয়া জিতেছে ৫১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স নিয়েছেন ৩ উইকেট। জাম্পা এবং হ্যাজেলহুডের শিকার সমান ২টি করে উইকেট।