১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একদিন বাদেই আবারও মাঠে নামছে শুভাগত হোমের দল। শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করবে চট্টগ্রাম।

বিপিএল অভিষেকেই ফিফটির দেখা পেয়েছেন শাহদাত হোসেন দিপু। শুধু ফিফটি করেই ক্ষান্ত থাকেননি তিনি। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। সেই সাথে আফগানিস্তানের ব্যাটার নাজিবুল্লাহ জাদরান খেলেছিলেন দারুণ ইনিংস।

অন্যদিকে চলমান বিপিএলে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে খুলনা টাইগার্স। দলটিকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। গতবার ফরচুন বরিশালে খেলেছিলেন ডানহাতি এ ব্যাটার। তামিম ইকবাল খুলনা ছেড়ে বরিশালে যোগ দেওয়ায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিজয়। দলটিতে আফিফ হোসেন ধ্রুব-রুবেল হোসেনের মতো পরীক্ষিত পারফর্মাররা আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img