২২ জানুয়ারি ২০২৫, বুধবার

টানা দ্বিতীয়বারের মতো ‘বিশ্বসেরা ফুটবলার’ হলেন লেভানডফস্কি

- Advertisement -

এই মুহুর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? প্রশ্নটি করা হলে মেসি রোনালদো নেইমার… এই তিন নামের বাইরে মনে হয়না জনমত অন্য কোনদিকে যাবে। তবে আইএফএফএইচএসকে জিজ্ঞাসা করলে কিন্তু ভিন্ন উত্তর মিলবে। ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থার মতে বিশ্বের সেরা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। শুধু এই মুহুর্তে নয়, গত দুইবছর ধরেই নাকি বিশ্বের সেরা ফুটবলার রবার্ট লেভানডফস্কি!

এর কারণ, টানা দ্বিতীয়বারের মতো ‘আইএফএফএইচএস বিশ্বসেরা ফুটবলার’ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ তারকা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (১০৫ পয়েন্ট) চেয়ে বিস্তর ব্যবধান রেখে জিতেছেন লেভানডফস্কি (১৫০)। ২০২০ সালেও এই পুরস্কার জিতেছেন তিনি।

গতবছর ব্যাল ডি’অর জেতারও সবচেয়ে কাছাকাছি ছিলেন এই মিউনিখ তারকা, তবে করোনা মহামারীর কারণে অনুষ্ঠনটিই স্থগিত হয়ে যায়। এবারও এই পুরস্কার জেতায় অনেকে মনে করছেন অধরা ব্যালন ডি’অর হয়তো এবার ধরা দেবে লেভানডফস্কির হাতে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img