১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

টানা সাত জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

- Advertisement -

বিশ্বকাপে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্বাগতিক ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে রোহিত শর্মার দল। এবার তাদের লক্ষ্য, জয়ের সংখ্যাটাকে ছয় থেকে সাতে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে ভারত।

টুর্নামেন্টের সুপার ফোর একপ্রকার নিশ্চিত হয়ে গেছে বিরাট কোহলি-শুবমান গিলদের। বৃহস্পতিবার লঙ্কানদের হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে তারা। এদিন গত ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

অন্যদিকে বিশ্বকাপে সুপার ফোরে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে কুশল মেন্ডিসের দলের। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতে শেষটা রাঙাতে মরিয়া শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। ধনাঞ্জয়া ডি সিলভার পরিবর্তে একাদশে ফিরেছেন দুশান হেমন্থা।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img