১৬ অক্টোবর ২০২৪, বুধবার

টানা ৬ ম্যাচে গোল, বদলি নেমে পর্তুগালের জয়ের নায়ক রোনালদো

- Advertisement -

উয়েফা নেশনস লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পথেই এগোচ্ছিল পর্তুগাল। তবে বদলি হিসেবে নেমে দলকে জেতালেন রোনালদো। পর্তুগাল জিতল ২-১ গোলে।

লিসবনে ম্যাচের শুরুতেই স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। সপ্তম মিনিটে কর্ণার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অসংখ‍্য সুযোগ হারিয়ে ড্র করতে বসেছিল পর্তুগাল। স্কটল‍্যান্ড গোলরক্ষক এঙ্গাস গানের নৈপুণ‍্যে ক্রমেই বাড়ছিল হতাশা।

প্রত্যাশিত সেই গোল আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৪ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে দল। এরপরই জয়সূচক গোলটি করেন পর্তুগাল অধিনায়ক। স্কটল্যান্ডের বিপক্ষে এই প্রথমবার গোল করলেন সিআরসেভেন। তার ফুটবল ক্যারিয়ারের ৯০১তম গোল এটি। চলতি মৌসূমে ৬ ম্যাচে মাঠে নেমে সবকটিতেই গোল করেছেন এই তারকা ফুটবলার।

২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে তারা। উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচের জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img